অর্থজাগজ প্রতিবেদন ●
টানা দ্বিতীয় দিনের মতো ঈদের ছুটির পর মূল্যবৃদ্ধির ধারাবাহিকতা ধরে রেখেছে দেশের পুঁজি বাজার। ১৬ জুন দেশের দুই পুঁজি বাজারেই সূচকের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ১৬ জুন দিনের শুরু থেকেই দুই পুঁজি বাজারের আচরণ ছিল বেশ সাবলিল। রোববার দিনের শুরুতে বাজারগুলোতে যে বিক্রয়চাপ তৈরি হয়েছিল ১৬ জুন তা ছিল অনুপস্থিত। ফলে দিনশেষে দুই পুঁজি বাজারই সূচকের বড় ধরনের উন্নতি ধরে রাখতে সক্ষম হয়।
দেশের প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল ৫৯ দশমিক ৬৫ পয়েন্ট উন্নতি ধরে রাখে। ৪ হাজার ৭২৪ দশমিক ০১ পয়েন্ট থেকে দিন শুরু করা সূচকটি সোমবার দিনশেষে পৌঁছে যায় চার হাজার ৭৮৩ দশমিক ৬৫ পয়েন্টে। এ সময় ডিএসইর অন্য দুই সূচক ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহর উন্নতি ঘটে যথাক্রমে ১৫ দশমিক ৯৮ ও ১৬ দশমিক ৭২ পয়েন্ট। অপর দিকে দেশের দ্বিতীয় পুঁজি বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব ক’টি সূচকের উন্নতি ঘটে। এখানে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৬০ দশমিক ০৩ পয়েন্ট বৃদ্ধি পায়। বাজারটির অপর দুই সূচক সিএসই-৩০ ও সিএসসিএক্স সূচকের উন্নতি ঘটে যথাক্রমে ১৪ দশমিক ৮৮ ও ৩৮ দশমিক ১৪ পয়েন্ট।
টানা দ্বিতীয় দিনের মতো সূচকের প্রভাব ছিল ডিএসইর লেনদেনেও। ১৬ জুন পুঁজি বাজারটির লেনদেন দাঁড়ায় ৪১৭ কোটি টাকায় যা আগের দিনের চেয়ে ১৫৪ কোটি টাকা বেশি। রোববার ডিএসইর লেনদেন ছিল ২৬৩ কোটি টাকা। এ নিয়ে টানা ২৩ কার্যদিবস পর ডিএসইর লেনদেন আবার ৪০০ কোটি টাকা ছাড়ায়। সর্বশেষ গত ৮ মে ডিএসইর লেনদেন ৪০০ কোটির বেশি ছিল।
এ দিকে শেয়ার বাজারে তালিাকভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির মূলধন বৃদ্ধির জন্য অগ্রাধিকারমূলক বা প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাব বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি শেয়ার বাজার থেকে ১৬১ কোটি টাকা সংগ্রহ করতে চেয়েছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
ডিএসই থেকে প্রাপ্ত তথ্যানুসারে, পূর্ব ঘোষণা অনুযায়ী ২০২৪ সালের ৭ নভেম্বর প্রিমিয়ার সিমেন্টের পর্ষদ বিশেষ সাধারণ সভার মাধ্যমে ৩২২টি নতুন অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যুর প্রস্তাবে বিনিয়োগকারীদের অনুমোদন নেয়। পাঁচ বছর মেয়াাদি প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ধরা হয়েছিল ৫০ লাখ টাকা । তখন নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেে এ শেয়ার ইস্যুর কথা জানানো হয়। কিন্তু কোম্পানিটির স্মারকনামায় (সংঘস্মারক) এ ধরনের শেয়ার ইস্যুর কোনো সুযোগ না থাকায় বিএসইসি তা অনুমোদন দেয়নি।
কোম্পানির আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, চলতি ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) প্রিমিয়ার সিমেন্টের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬৭ পয়সা, যা আগের অর্থ বছরে ছিল ৫ টাকা ১৯ পয়সা। একই অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩১ পয়সা, যা আগের অর্থ বছরে ছিল ২ টাকা ৫৮ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৩ টাকা ৮৯ পয়সা।
এ ছাড়া কোম্পানিটি সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ২১.৫০ শতাংশ নগদ মুনাফা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ওই অর্থ বছরে প্রিমিয়ার সিমেন্টের শেয়ারপ্রতি আয় হয়েছিল ৭ টাকা ৪ পয়সা। যেখানে আগের অর্থবছরে শেয়ার প্রতি লোকসান ছিল ৭ টাকা ৯৯ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৫ টাকা ৩৭ পয়সা।
প্রিমিয়ার সিমেন্ট ২০১৩ সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১০৫ কোটি ৪৫ লাখ টাকা। বিপরীতে রিজার্ভে রয়েছে ৫৩৯ কোটি ৬৭ লাখ টাকা। বর্তমানে কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ১০ কোটি ৫৪ লাখ ৫০ হাজার। এর মধ্যে ৪৩.৫৮ শতাংশ শেয়ার উদ্যোক্তা পরিচালক, ২৬.৪৮ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.০১ শতাংশ বিদেশী বিনিয়োগকারী এবং ২৯.৯৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে সোমবার মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ দিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুড অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি।
১৬ জুন কোম্পানিটির ২৩ কোটি ৭০ লাখ ৬৫ হাজার টাকায় মোট ২৪ লাখ ৮৩ হাজার শেয়ার হাতবদল হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ব্র্যাক ব্যাংকের ১৯ কোটি ৯০ লাখ ৯৩ হাজার টাকায় মোট ৩৯ লাখ ৮০ হাজার শেয়ার লেনদেন হয়েছে।
১৬ জুন লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো বিচ হ্যাচারি, অগ্নি সিস্টেমস, স্কয়ার ফার্মাসিটিক্যালস, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক, সি পার্ল বিচ রিসোর্ট, বাংলাদেশ শিপিং করপোরেশন এবং ওয়াইমেক্স ইলেকট্রোড লিমিটেড।
এ দিন দর বৃদ্ধি পাওয়া ৩১৫ টি কোম্পানির মধ্যে শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স। কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে অগ্নি সিস্টেমস পিএলসি। কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৮০ শতাংশ বেড়েছে।
১৬ জুন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো স্টান্ডার্ড ইন্স্যুরেন্স লি., বিডিকম অনলাইন লিমিটেড, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ওনিয়ন ইনফিউশন লিমিটেড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস, বিডি থাই অ্যালুমিনিয়াম এবং ই জেনারেশন পিএলসি।
এদিন ডিএসইতে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড। আগের কার্যদিবসের তুলনায় কোম্পানিটির শেয়ারদর কমেছে ২ টাকা ৭০ পয়সা বা ২ দশমিক ১৫ শতাংশ। তাতে দর পতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা বা ৩ দশমিক ২৯ শতাংশ কমেছে।
এ দিন দরপতনের তালিকায় শীর্ষ থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো সি পার্ল বিচ রিসোর্ট, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, আইএআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়্যাল ফান্ড, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়্যাল ফান্ড এবং ন্যাশনাল ফিড মিলস লিমিটেড। ●
অকা/পুঁবা/ফর/রাত/১৬ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 3 weeks আগে