অর্থকাগজ প্রতিবেদন ●
আগামী ৩ বছরের জন্য নিয়োগ নবায়ন পেয়েছেন রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে ড. এ কে এম সারোয়ার জাহান জামীল। বীমা খাতের নিয়ন্ত্রক বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) নিয়োগ নবায়ন অনুমোদন করে ১৭ মার্চ চিঠি দিয়েছে।
আইডিআরএ’র উপপরিচালক (নন-লাইফ) মো. সোলায়মান স্বাক্ষরিত নিয়োগ সংক্রান্ত চিঠিতে বলা হয়, ২২ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ২১ ফেব্রুয়ারি ২০২৮ পর্যন্ত তার এই নিয়োগ অনুমোদন করেছে কর্তৃপক্ষ। ●
অকা/নলাইফবী/প্র/বি/বিকেল, ২৩ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 month আগে