অর্থকাগজ প্রতিবেদন ●
ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে এই নতুন জেনারেশন মডেল এসইউভি হুন্ডাই ভেন্যু। ২৪ অক্টোবর ভারতের জনপ্রিয় সাব-৪ মিটার এসইউভি হুন্ডাই ভেন্যু একেবারে নতুন রূপে হাজির হতে চলেছে। লঞ্চের পর নতুন ভেন্যু সরাসরি লড়বে মারুতি সুজুকি ব্রেজা, টাটা নেক্সন, কিয়া সোনেট এবং মাহিন্দ্রা এক্সইউভি ৩এক্সও-এর মতো জনপ্রিয় মডেলের সঙ্গে।
অটোকার ইন্ডিয়ার খবর অনুযায়ী, দণি কোরিয়ার জনপ্রিয় গাড়ি ব্র্যান্ডটি অক্টোবরেই বাজারে নিয়ে আসছে নতুন প্রজন্মের হুন্ডাই ভেন্যু। কোম্পানি আপাতত একে কিউই২আই কোডনামে ডাকছে। এই মডেলে বাইরের ও ভেতরের ডিজাইনে থাকবে বড় ধরনের পরিবর্তন। হুন্ডাই ভেন্যুর সাব-কমপ্যাক্ট এসইউভির প্রথম সংস্করণটি প্রথম লঞ্চ হয়েছিল ২০১৯ সালের মে মাসে।
নতুন মডেলে আসছে একেবারে নতুন ফ্রন্ট গ্রিল, হেডলাইট ডিজাইন এবং স্পোর্টি বাম্পার। শুধু বাইরের নয়, ভেতরের দিকেও থাকছে আধুনিক ও প্রিমিয়াম ইন্টেরিয়র ডিজাইন।
ই ভেন্যুতে থাকছে বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, ভেন্টিলেটেড সিট, প্যানোরামিক সানরুফ, ৩৬০-ডিগ্রি ক্যামেরা এবং অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম প্রযুক্তি।
কোম্পানি নিশ্চিতভাবে কিছু না জানালেও আশা করা হচ্ছে যে, এতে থাকবে ১.২ লিটার পেট্রোল, ১.০ লিটার টার্বো পেট্রোল ও ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন। সঙ্গে থাকবে ম্যানুয়াল ও অটোমেটিক ট্রান্সমিশনের বিকল্প। গাড়িটির দাম এখনও ঘোষণা হয়নি। ●
অকা/তপ্র/ফর/রাত/১৬ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 month আগে