অর্থকাগজ প্রতিবেদন ●
বাংলাদেশ থেকে ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি রফতানি হয়েছে তৈরি পোশাক। যার মূল্য ৭ দশমিক ২ বিলিয়ন ডলার এবং এটি দেশের মোট পোশাক রফতানির ১৮ দশমিক ৭২ শতাংশ। ১৭ জানুয়ারি রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য জানিয়েছে।

ইপিবির প্রতিবেদনে দেখা যায়, মোট পোশাক রফতানির ৫০ দশমিক ৩৪ শতাংশ ইউরোপীয় ইউনিয়নে, যার আর্থিক মূল্য ১৯ দশমিক ৩৭ বিলিয়ন ডলার। গত বছর বাংলাদেশ তৈরি পোশাক রফতানিতে মোট ৩৮ দশমিক ৪৮ বিলিয়ন ডলার আয় করেছে। যুক্তরাজ্যে রফতানি হয়েছে ৪ দশমিক ৩ বিলিয়ন ডলার, যা মোট পোশাক রফতানির ১১ দশমিক ২৫ শতাংশ। ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানিতে ৪ দশমিক ৮৩ বিলিয়ন ডলার, স্পেনে ৩ দশমিক ৪২ বিলিয়ন ডলার এবং ফ্রান্সে ২ দশমিক ১৪ বিলিয়ন ডলার পোশাক রফতানি করা হয়েছে।

এছাড়া কানাডায় ১ দশমিক ২৪ বিলিয়ন ডলার মূল্যের পোশাক রফতানি হয়েছে, যা মোট রফতানির ৩ দশমিক ২৩ শতাংশ। জাপান ও অস্ট্রেলিয়ার মতো অনিয়মিত বাজারেও বাংলাদেশ পোশাক রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বাংলাদেশের জন্য উদীয়মান বাজারগুলোতে গত বছর মোট ৬ দশমিক ৩৩ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রফতানি করা হয়েছে, যা মোট পোশাক রফতানির ১৬ দশমিক ৪৬ শতাংশ। ●

অকা/শিবা/ফর/রাত/১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 11 months আগে

Leave A Reply

Exit mobile version