অর্থকাগজ প্রতিবেদন
নতুন স্মার্টফোন উন্মোচন করেছে রিয়েলমি। সি৬৫ নামের স্মার্টফোনেটিতে টিইউভি এসইউডি এর ৪৮-মাস মেয়াদী ফুয়েন্সি সার্টিফিকেশন রয়েছে। এছাড়াও ডিভাইসটিতে সেগমেন্টের প্রথম ৪৮-ওয়াট চার্জিং সিস্টেম দেয়া হয়েছে।
রিয়েলমির নতুন স্মার্টফোনটিতে রয়েছে টিইউভি লো ব্লু লাইট সার্টিফিকেটের মতো নানা প্রযুক্তিগত সুরা, যা চোখের ওপর চাপ কমাতে সহায়ক।
এতে আরও রয়েছে আইপি৫৪ ওয়াটার রেজিস্ট্যান্স এবং উদ্ভাবনী কার্যমতাসম্পন্ন রেইনওয়াটার স্মার্ট টাচ ও ৩৬০ ডিগ্রি সারাউন্ড অ্যান্টেনা ডিজাইন।
রিয়েলমি সি৬৫ ডিভাইসে রয়েছে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সমতার ব্যাটারি, যার মাধ্যমে মাত্র ৩০ মিনিটেই ৫০ শতাংশ পর্যন্ত চার্জ দেয়া যাবে। রিয়েলমি সি৬৫ এ রয়েছে ৭ দশমিক ৬৪ মিলিমিটারের আল্ট্রা স্লিম বডি।
এছাড়াও এতে যুক্ত করা হয়েছে একটি উন্নত ৩০০এনএম ৭-লেয়ার কোটিং। পাশাপাশি ডিজাইনটিকে আরও অসাধারণ করে তোলে এতে থাকা ভ্যাকুয়াম-প্লেটেড হাই-গ্লস ব্যবহার করা হয়েছে। স্টারলাইট পার্পল ও স্টারলাইট ব্ল্যাক এ দুটি রঙে ডিভাইসটি কেনা যাবে। রিয়েলমি সি৬৫ এর ৮জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্ট ১৯ হাজার ৯৯৯ টাকায় এবং ৮জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্ট কেনা যাবে ২৩ হাজার ৯৯৯ টাকায়।
অকা/স্মার্ট ফোন/ফর/বিকাল, ০৮-০৫-২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে