অর্থজাগজ প্রতিবেদন ●
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়নি। ভারতীয় কাস্টমসের সার্ভার বন্ধ থাকায় এ অচলাবস্থার সৃষ্টি হয়। এ কারণে ১৬ জুন পর্যন্ত ভারত থেকে পণ্যবাহী কোনো ট্রাক স্থলবন্দরে প্রবেশ করেনি। তেমনি বাংলাদেশ থেকে রফতানি পণ্যবাহী কোনো ট্রাক দেশটিতে যায়নি। তবে ঈদের ছুটি শেষে স্থলবন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম চালু হয়েছে।
হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, ‘ঈদুল আজহা উপলে ৫-১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ছিল। ছুটি শেষে ১৫ জুন থেকে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকে ভারতীয় কাস্টমসের সার্ভার বন্ধ রয়েছে বলে জানিয়েছেন দেশটির ব্যবসায়ীরা। এ কারণে সন্ধ্যা পর্যন্ত আমদানি-রফতানি বাণিজ্য শুরু করা সম্ভব হয়নি। ●
অকা/বাণিজ্য/ফর/সন্ধ্যা/১৬ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 3 weeks আগে