আন্তর্জাতিক মর্যাদার নতুন মাইলফলক অর্জন করেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। যুক্তরাজ্যভিত্তিক প্রকাশনা ‘গ্লোবাল ব্র্যান্ডজ ম্যাগাজিন’ থেকে ২০২৫ সালে প্রতিষ্ঠানটি ‘গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেছে।
‘মোস্ট ট্রাস্টেট আইটি অ্যান্ড ইলেকট্রনিকস ম্যানুফ্যাকচারার’ ক্যাটাগরিতে এই সম্মাননা পেয়েছে ওয়ালটন ডিজি-টেক। এটি শুধু একটি পুরস্কার নয়; বরং আন্তর্জাতিক অঙ্গনে ওয়ালটন ডিজি-টেকের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। প্রসঙ্গত, ‘গ্লোবাল ব্র্যান্ডজ ম্যাগাজিন’ প্রতি বছর বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোকে সম্মানিত করে, যারা নিজেদের খাতে অসাধারণ দতা, উদ্ভাবনী শক্তি এবং বিশ্বস্ততার প্রমাণ দেয়।
প্রযুক্তি, আর্থিক খাত, শিা, অটোমোবাইল, জীবনধারাসহ নানান সেক্টরের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো এই প্ল্যাটফর্মে স্বীকৃতি লাভ করে থাকে। এবারের পুরস্কার তালিকায় ছিল জার্মানির বশ (ইড়ংপয), ফ্রান্সের এয়ারবাস (অরৎনঁং), যুক্তরাষ্ট্রের থ্রিএম (৩গ), যুক্তরাজ্যের ইউনিলিভার (টহরষবাবৎ)-এর মতো খ্যাতনামা প্রতিষ্ঠান, যারা বিশ্ববাজারে বহু বছর ধরে নেতৃত্ব দিয়ে আসছে। তাদের সাথে এক সারিতে ওয়ালটন ডিজি-টেকের অবস্থান নিঃসন্দেহে এক অনন্য অর্জন। খবর বিজ্ঞপ্তির ●
অকা/পবা/সখবি/ফর/রাত/১৯ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 3 weeks আগে