অর্থকাগজ ডেস্ক ●
‘স্বল্প মেয়াদে শত শত মিলিয়ন ডিম আমদানির কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। বার্ড ফ্লু মহামারির কারণে কৃষকদের কোটি কোটি মুরগি জবাই করতে হয়েছিল।’ সংকট মোকাবিলায় ১০০ কোটি ডলারের একটি পরিকল্পনা ঘোষণা করেছে মার্কিন ট্রাম্প প্রশাসন। এমন এক সময়ে এই সিদ্ধান্ত এসেছে।
এবারের নির্বাচনী দৌড়ে জেতার প্রতিযোগিতায় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিল, যুক্তরাষ্ট্রের নিত্যব্যবহার্য পণ্যের দাম কমানো হবে। তবে গত এক বছরে ডিমের দাম ৬৫ শতাংশ বেড়েছে এবং ২০২৫ সালের মধ্যে আরও ৪১ শতাংশ বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ডিমের দাম সর্বকালে সবচেয়ে বেশি বেড়েছে। তাই ডিমের দাম কমাতে তুরস্ক ও দক্ষিণ কোরিয়া থেকে ডিম আমদানি করার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। দেশ দুটির সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তারা।
বাজারে ডিমের সরবরাহ বাড়াতে অন্য দেশের সঙ্গেও আলোচনা চলছে বলে জানান যুক্তরাষ্ট্র প্রশাসন। তবে কোন অঞ্চলগুলোর সঙ্গে আলোচনা চলছে, তা উল্লেখ করেননি। ‘যখন তাদের মুরগির সংখ্যা পুনরায় বৃদ্ধি পাবে এবং ডিম উৎপাদন আবার পূর্ণমাত্রায় ফিরে আসবে, তখন অভ্যন্তরীণ ডিমের উৎপাদনের দিকে ফিরে যাব এবং ডিম বাজারে সহজলভ্য হবে বলে জানান যুক্তরাষ্ট্র।’
ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ডিমের দাম নিয়ন্ত্রণের জন্য ১০০ কোটি ডলারের (১ বিলিয়ন ডলার) একটি পাঁচ দফা পরিকল্পনা করে, যার মধ্যে ৫০ কোটি ডলার বায়োসিকিউরিটি; প্রায় ১০ কোটি ডলার ভ্যাকসিন গবেষণা ও উন্নয়নে এবং ৪০ কোটি ডলার কৃষকদের আর্থিক সহায়তার জন্য বরাদ্দ করা হয়েছে। এ ছাড়া বাণিজ্যিক ডিম উৎপাদনে খামারগুলোকে বিনা মূল্যে পরামর্শ, বার্ড ফ্লু প্রতিরোধ ও এই খাতে ঝুঁকি মোকাবিলার জন্য ৭৫ শতাংশ পর্যন্ত অর্থ ব্যয় করা হবে। ●
অকা/বাণিজ্য/ফর/দুপুর/২২ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 month আগে