অর্থকাগজ প্রতিবেদন ●
ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ এর নেতৃত্ব ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) ২২ সদস্য বিশিষ্ট বাণিজ্য প্রতিনিধিদল ১৬ জুন দুপুরে শ্রীলংকার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে। বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার দ্বিপাকি ব্যবসা-বাণিজ্যের অধিকতর উন্নয়ন, সার্কভুক্ত দেশটিতে বাংলাদেশী রফতানিমুখী পণ্যের বাজার সম্প্রসারণের পাশাপাশি বিনিয়োগ আকর্ষণের ল্েয সফরটি অনুষ্ঠিত হচ্ছে। ডিসিসিআইর প থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা চেম্বারের বাণিজ্য প্রতিনিধিদলটি ১৭, ১৮ ও ১৯ জুন যথাক্রমে সিলন চেম্বার অব কমার্স, ন্যাশনাল চেম্বার অব এক্সপোটার্স অব শ্রীলংকা এবং ন্যাশনাল চেম্বার অব কমার্স অব শ্রীলংকার সঙ্গে দ্বিপাকি বাণিজ্য আলোচনা সভা ও বিটুবি ম্যাচ-মেকিং সেশনে অংশগ্রহণ করবে, যার মাধ্যমে প্রতিনিধিদলের সদস্যরা বাণিজ্য জোরদার ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ পাবেন। সফরকালে ঢাকা চেম্বারের প্রতিনিধিদল শ্রীলংকার শিল্পবিষয়ক মন্ত্রীসহ পররাষ্ট্র এবং অর্থ উপমন্ত্রীর সঙ্গেও সৌজন্য সাাৎ করবে।
২০২৩-২৪ অর্থ বছরে বাংলাদেশ ও শ্রীলংকার দ্বিপাকি বাণিজ্যের পরিমাণ ছিল ১৩৪.০৬ মিলিয়ন মার্কিন ডলার। বিদ্যমান অবস্থা বিবেচনায়, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, স্বাস্থ্যসেবা ও ফার্মাসিউটিক্যালস, পর্যটন ও আতিথেয়তা, নবায়নযোগ্য জ্বালানি, নির্মাণ ও অবকাঠামো, লজিস্টিক ও সাপ্লাই চেইন, তথ্য-প্রযুক্তি এবং ডিজিটাল ও আর্থিক পরিষেবা প্রভৃতি সম্ভবানাময় খাতে শ্রীলংকার একক ও যৌথ বিনিয়োগ বাড়াতে ঢাকা চেম্বারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ●
অকা/বাণিজ্য/ফর/সন্ধ্যা/১৬ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 3 weeks আগে