অর্থকাগজ প্রতিবেদন ●
জানুয়ারি থেকে চলতি মাস পর্যন্ত কয়েক পর্যায়ে বাংলাদেশ থেকে দুই হাজার ৭৯ মেট্রিক টন আলু রফতানি করা হলো নেপালে। ২৫ মার্চ ১১টি ট্রাকে করে এ আলু রফতানি করা হয়।
রাতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জল হোসেন। থিংকস টু সাপ্লাই, আমিন ট্রের্ডাস, ফাস্ট ডেলিভারি ও সুফলা মাল্টি প্রোডাক্ট লিমিটেড নামের চারটি রফতানিকারক প্রতিষ্ঠান পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলার বিভিন্ন এলাকা থেকে আলুগুলো সংগ্রহ করে। আলু রফতানিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে স্থলবন্দর বাংলাবান্ধাটি। ২৫ মার্চ রফতানি করা আলুগুলো পরীক্ষা-নিরীক্ষা করে পাঠানোর ছাড়পত্র দেওয়া হয়েছে। ●
অকা/বাণিজ্য/ফর/দুপুর/২৬ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 4 weeks আগে