অর্থকাগজ প্রতিবেদন ●
ঈদুল আজহা উপলক্ষে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সরকারি ছুটি থাকায় দুই দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। ১৫ জুন যথারিতি সকাল থেকে পুনরায় বন্দরের কার্যক্রম শুরু হবে।
তবে এসময়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। ৫ জুন দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।
এ বিষয়ে বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ১০ দিন বেনাপোল-পেট্রাপোল বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ১৫ জুন সকাল থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম সচল হবে। ●
অকা/বাণিজ্য/ফর/সন্ধ্যা/৮ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 month আগে