Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    মঙ্গলবার, ২৬ কার্তিক, ১৪৩২ | ১১ নভেম্বর, ২০২৫
    অর্থকাগজঅর্থকাগজ

    বৈদেশিক লেনদেন ভারসাম্য ঘাটতি ৮৯ শতাংশ কমেছে

    ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৫:০৩ পূর্বাহ্ণ12
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    আগস্টের রাজনৈতিক অস্থিরতা, পরবর্তীতে বন্যা এবং বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের কারণে সামষ্টিক অর্থনৈতিক অস্থিতিশীলতা সত্ত্বেও গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধে দেশের বৈদেশিক লেনদেন ভারসাম্য হিসেবে পরিচিত ব্যালান্স অব পেমেন্টের (বিওপি) ঘাটতি প্রায় ৮৯ শতাংশ কমেছে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-ডিসেম্বর মাসে মোট বৈদেশিক লেনদেন ভারসাম্যের ঘাটতি দাঁড়িয়েছে ৩৮৪ মিলিয়ন ডলার, যা ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে ছিল ৩.৪৫ বিলিয়ন ডলার। এতে প্রায় ৩.০৭ বিলিয়ন ডলারের উন্নতি প্রতিফলিত হয়েছে।

    বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, "এই অর্থবছরের প্রথম তিন মাস বাংলাদেশ জন্য খুব বেশি স্বস্তিজনক ছিল না। তারপরে নানান দাবি নিয়ে ধারাবাহিকভাবে আন্দোলন হয়েছে।

    তিনি বলেন, এসবের মধ্যেও আমরা ট্রেড ব্যালেন্স, কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স এবং ফাইনান্সিয়াল অ্যাকাউন্ট ব্যালেন্সে আগের তুলনায় অনেক উন্নতি করেছি। এটি সামগ্রিকভাবে দেশের ফরেক্স রিজার্ভ ও এক্সচেঞ্জ রেটের ওপর চাপ কিছুটা কমিয়েছে।

    তবে ইতিবাচক সূচক সত্ত্বেও, অর্থনীতিবিদ জাহিদ একটি উদ্বেগজনক বিষয় তুলে ধরেছেন। এটি হলো এরর অ্যান্ড এমিশন (ত্রুটি এবং বাতিল) বিভাগে ১৬৮ শতাংশ প্রবৃদ্ধি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এটি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-ডিসেম্বর মাসে ৭৫১ মিলিয়ন ডলার থেকে বেড়ে ২.০১ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

    তিনি উল্লেখ করেছেন, যদি এই পরিমাণ কম হতো তবে মোটেই কোন ব্যালান্স অব পেমেন্ট ঘাটতি থাকতো না। কেন্দ্রীয় ব্যাংকও জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে ঘাটতির মূল কারণ হলো এরর অ্যান্ড এমিশন-এর নেগেটিভ বা নেতিবাচক ভারসাম্য।

    জাহিদ ব্যাখ্যা করেছেন, নেগেটিভ এরর অ্যান্ড এমিশন" হলো অনথিভুক্ত আউটফ্লো অর্থাৎ রিজার্ভ থেকে ডলার খরচ হয়েছে, কিন্তু সঠিকভাবে হিসাব করা হয়নি।

    তিনি বলেন, আগে নেগেটিভ ব্যালেন্স বেড়ে গেলে আমরা ভাবতাম দেশ থেকে টাকা পাচার বেড়েছে। তবে, আমরা এখন হুন্ডি মার্কেটে তেমন ডিমান্ড দেখছি না। এছাড়া, রাজনৈতিক পটপরিবর্তনের পর এখন টাকা পাচার বেড়ে যাওয়ারও কথা না। ফলে এই পরিমাণ কেন এত বড় হচ্ছে, তা আমাদের খতিয়ে দেখতে হবে।

    অর্থনীতিবিদ আরও বলেন, কেন্দ্রীয় ব্যাংকে হিসাবের অমিল এই সমস্যার কারণ হতে পারে, যেখানে কিছু আউটফ্লো সঠিকভাবে ধরা পড়ছে না এবং কিছু ইনফ্লো বেশি হিসাব করা হচ্ছে।

    যে কারণই হোক, কেন্দ্রীয় ব্যাংককে এই বিষয়টি সমাধান করতে হবে বলেন তিনি।

    দেশের বৈদেশিক লেনদেন ভারসাম্য আগামী ছয় মাসে আরও আরো ভালোর দিকে যাওয়ার আশা প্রকাশ করে জাহিদ বলেন, যদি সম্প্রতি ভারসাম্য উন্নত না হত, তবে সরকারকে আরও কঠোর আমদানি বিধিনিষেধ আরোপ করতে হত। তবে সৌভাগ্যবশত, তেমনটা করতে হয়নি।

    তিনি আরও বলেন, জুলাই-আগস্টে দেশের ম্যাক্রোঅর্থনীতি বড় ধরনের অস্থিতিশীলতার মুখে পড়লেও, আগামী ছয় মাসে একই ধরনের অস্থিতিশীলতার সম্ভাবনা কম।

    গত অর্থবছরের জুলাই-ডিসেম্বরের তুলনায় চলতি অর্থবছরের একই সময় শেষে দেশের বাণিজ্য ঘাটতি ১০.২২ শতাংশ কমেছে, কারণ রপ্তানির প্রবৃদ্ধি আমদানির তুলনায় বেশি ছিল।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে ডিসেম্বর শেষে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৯.৬৪ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল ১০.৮৮ বিলিয়ন ডলার। দেশের রপ্তানি বেড়েছে ১১ শতাংশ, যেখানে লতি অর্থবছরের প্রথমার্ধে আমদানি বেড়েছে মাত্র ৩.৫ শতাংশ।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশ তার বাণিজ্য ঘাটতি কমাতে সক্ষম হয়েছে, কারণ রফতানি আয় প্রায় ২.২২ বিলিয়ন ডলার বেড়েছে। অন্যদিকে আমদানি বেড়েছে মাত্র ১.০৯ বিলিয়ন ডলার।

    অর্থনীতিবিদ জাহিদ হোসেন উল্লেখ করেছেন, বাণিজ্য ঘাটতির সংকোচন সাধারণত ইতিবাচক হলেও, এটি সবসময় অর্থনীতির জন্য ভালো হয় না।

    তিনি বলেন, আমদানি বৃদ্ধির মূল কারণ ছিল খাদ্যপণ্য ও রফতানিমুখী শিল্পের কাঁচামালের আমদানি বৃদ্ধি। তবে, বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ ক্যাপিটাল মেশিনারি আমদানি ক্রমাগত কমেছে। বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান বাড়ে না, যা অর্থনীতির জন্য নেতিবাচক সংকেত।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর মাসে ক্যাপিটাল মেশিনারি আমদানি ৩০ শতাংশ কমে গিয়ে ১.৫ বিলিয়ন ডলারের নিচে নেমেছে। । এছাড়া চিনি, সার ও পেট্রোলিয়ামের আমদানি খরচও আগের অর্থবছরের তুলনায় কমেছে।

    রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাওয়ায় চলতি অর্থবছরের প্রথমার্ধে দেশের দেশের ব্যালেন্স অব পেমেন্টে অন্যতম উপাদান কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স বা চলতি হিসাব উদ্বৃত্তে পরিণত হয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ডিসেম্বর শেষে চলতি হিসাবের উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৩৩ মিলিয়ন ডলার, যেখানে আগের অর্থবছরের একই সময়ে এটি ছিল ৩.৪৭ বিলিয়ন ডলারের ঘাটতি।

    তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়ে দাঁড়িয়েছে ১৩.৭৮ বিলিয়ন ডলারে, যা আগের বছরের একই সময়ে ছিল ১০.৮ বিলিয়ন ডলার। এতে প্রবৃদ্ধি হয়েছে ২.৯৮ বিলিয়ন ডলার বা ২৭.৫৯ শতাংশ।

    জাহিদ এই উন্নতির জন্য রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং বাণিজ্য ঘাটতি কমাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এটি অর্থনীতির জন্য ইতিবাচক।

    তিনি আরও বলেন, সার্ভিস ও ইনকাম অ্যাকাউন্টে ডেফিসিট (পরিষেবা এবং আয় হিসাবের ঘাটতি) কিছুটা বেড়েছে যার মূল কারণ ট্রান্সপোর্টেশন পেমেন্ট (পরিবহণ খরচ) বেড়ে যাওয়া।

    কয়েকটি ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, মূলধন পাচার কমে যাওয়া এবং আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বিনিময় হারের ব্যবধান কমার ফলে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

    বিলম্বিত রফতানি আয় এবং বিভিন্ন দাতা সংস্থার সহায়তার কারণে চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে বাংলাদেশের অর্থনৈতিক লেনদেনের অন্যতম প্রধান অংশ আর্থিক হিসাব উদ্বৃত্ত হয়েছে ১.৩৮ বিলিয়ন ডলার।

    বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, আগের অর্থবছরের একই সময়ে এই উদ্বৃত্ত ছিল ৬০৪ মিলিয়ন ডলার। অর্থাৎ, চলতি অর্থবছরে উদ্বৃত্ত প্রায় ৭৭৫ মিলিয়ন ডলার বেড়েছে।

    তবে, এই উন্নতির মাঝেও প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) প্রবাহ কমে গেছে। আগের অর্থবছরের জুলাই-ডিসেম্বরে যেখানে এফডিআই ছিল ৭৪৪ মিলিয়ন ডলার, সেখানে চলতি অর্থবছরে তা মাত্র ২১৩ মিলিয়ন ডলারে নেমে এসেছে।

    অন্যদিকে নেট ট্রেড ক্রেডিট ডেফিসিট বা বাণিজ্যিক ঋণ ঘাটতি [যেটি রফতানি বিলের বিলম্বিত পেমেন্টের পরিমাণ বোঝায়] অনেক কমে এসেছে। এটি আগের অর্থ বছরের ২.০৩ বিলিয়ন ডলার থেকে কমে চলতি অর্থবছরে ১৪৫ মিলিয়ন ডলারে নেমে এসেছে। অর্থাৎ, রফতানিকারকরা আগের চেয়ে দ্রুত রফতানি বিল সংগ্রহ করছেন।

    তবে, মধ্যম ও দীর্ঘমেয়াদি ঋণের পরিমাণও চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে কমেছে।

    বাংলাদেশ ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন ফেডারেল রিজার্ভের সুদহার নীতির পরিবর্তনের ফলে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মূলধন প্রবাহ কমে গেছে। তবে, নতুন বিদেশি বিনিয়োগের গতি এখনও ধীর।

    বিশ্ব ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, বাংলাদেশের ঘোষিত এফডিআই-এর বেশিরভাগই পুনঃবিনিয়োগিত মুনাফা, নতুন মূলধন প্রবাহ নয়। এর মানে, আগের বিনিয়োগ থেকে যে মুনাফা আসছে, তা নতুন প্রকল্পে বিনিয়োগ না হয়ে তরল সম্পদ হিসেবে রাখা হচ্ছে। ফলে এটি বিনিয়োগ হিসেবে দেখালেও নতুন অর্থনৈতিক প্রবৃদ্ধি তৈরি করছে না।

    বাণিজ্য ঋণ ঘাটতি কমার বিষয়ে তিনি বলেন, আগে রফতানিকারকরা ডলারের দর আরও বাড়বে বলে বৈদেশিক আয় দেশে আনতে দেরি করতেন। কিন্তু 'ক্রলিং পেগ' বিনিময় হার চালু ও কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক পদক্ষেপের ফলে মুদ্রা নিয়ে জল্পনা-কল্পনা কমেছে। এর ফলে রফতানি আয় দ্রুত দেশে আসছে। ●
    অকা/বা/ই/ সকাল, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ

     

    সর্বশেষ হালনাগাদ 9 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বিএসইসির উদ্যোগ – বন্ধ হচ্ছে মেয়াদী মিউচুয়াল ফান্ড

    আকু পরিশোধে রিজার্ভ ৩১ দশমিক ১৪ বিলিয়ন ডলারে

    নতুন মার্জিন বিধিমালা – বিনিয়োগে কড়াকড়ি ও নতুন কাঠামো

    বাংলাদেশ-পাকিস্তান : নৌ ও আকাশপথে বাণিজ্য সম্প্রসারণ

    ব্যাংক নির্ভরতা কমিয়ে টেকসই অর্থায়নে শেয়ার বাজারের ভূমিকা জোরদারের আহ্বান

    বস্ত্রখাতে ডিভিডেন্ড চিত্র – ৫৮ কোম্পানির মধ্যে ৩১টির ঘোষণায় বৈচিত্র্য

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ২৪ ব্যাংকের মূলধন ঘাটতি ১.৫৫ লাখ কোটি
    সংকটে দেশের আর্থিক খাত

    বিএসইসির উদ্যোগ – বন্ধ হচ্ছে মেয়াদী মিউচুয়াল ফান্ড

    আকু পরিশোধে রিজার্ভ ৩১ দশমিক ১৪ বিলিয়ন ডলারে

    অর্থনীতির গতি ত্বরান্বিত – পিএমআই সূচকে রেকর্ড সম্প্রসারণ

    বাংলাদেশে আসছে ‘ওপেন ব্যাংকিং’

    নতুন মার্জিন বিধিমালা – বিনিয়োগে কড়াকড়ি ও নতুন কাঠামো

    চট্টগ্রামের ফয়েজ লেকে সোনালী লাইফের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

    বাংলাদেশি উদ্যোক্তাদের বিদেশে পুঁজি বিনিয়োগ বেড়েছে

    বাংলাদেশ-পাকিস্তান : নৌ ও আকাশপথে বাণিজ্য সম্প্রসারণ

    ব্যাংক খাতের মূলধন ঘাটতি পূরণে টেকসই অর্থায়ন কাঠামোর প্রয়োজন

    ব্যাংক নির্ভরতা কমিয়ে টেকসই অর্থায়নে শেয়ার বাজারের ভূমিকা জোরদারের আহ্বান

    বাংলালিংকের মাইবিএল সুপার অ্যাপ প্লে­স্টোরে দেশে সর্বোচ্চ রেটিং অর্জন

    বাজারে অস্থিরতা, সিন্ডিকেটের অভিযোগ
    পেঁয়াজের দাম ফের অগ্নিমূল্যে

    বস্ত্রখাতে ডিভিডেন্ড চিত্র – ৫৮ কোম্পানির মধ্যে ৩১টির ঘোষণায় বৈচিত্র্য

    বেঙ্গল ইসলামি লাইফের পরিচালক ইকবাল হোসেন বাজুসের সহ সভাপতি নির্বাচিত

    রাজনৈতিক অনিশ্চয়তা ও ব্যাংকিং সংকটে নতুন উদ্বেগ
    টানা তিন মাসে রফতানি আয় হ্রাস

    গণঅভ্যুত্থান-পরবর্তী প্রথম বছরে বৈদেশিক বিনিয়োগে রেকর্ড প্রবৃদ্ধি

    খেলাপি ঋণ পুনরুদ্ধারে বড় পদক্ষেপ
    বিদেশে পাচার করা অর্থও অনুসন্ধান করবে অর্থঋণ আদালত

    ব্যাংকিং খাতে মুনাফার নতুন সূত্র
    ঋণ নয়, সরকারি বন্ডই এখন লাইফলাইন

    ই-রিটার্নে করদাতার অংশগ্রহণ নতুন উচ্চতায়
    এনবিআরের ডিজিটাল কর ব্যবস্থাপনায় গতি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.