চৌধুরী মো. শাহেদ ●
২০২০ ও ২০২১ সালে দুই দফায় চট্টগ্ৰাম মডেল সার্ভিস সেন্টারের ৯৩ জন গ্ৰাহকের কাছ থেকে ১ বছর মেয়াদী এফডিআর এর কথা বলে ২,৩৪,৯৫,০০০ টাকা নিয়ে ১২, ১৫ ও ২১ বছর মেয়াদী পলিসি করেছে যমুনা লাইফ। যা সম্পূর্ণ বেআইনী। লাখে মাসিক ১০০০ টাকা ও বছর শেষে ৯ শতাংশ ইনসেনটিভ প্রদানের প্রতিশ্রুতি দিয়ে মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, মো. মিসির রায়হান ও মো. আতিকুর রহমান নামের তিন জনের যোগসাজশে প্রতারণার কান্ডটি ঘটে। এর সঙ্গে যুক্ত শিক্ষা সনদ বিতর্কিত কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান খন্দকার, এএমডি মো. জসিম উদ্দিন ও এসএএমডি মো. রবিউল ইসলাম। সম্প্রতি আইডিআর‘র প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
আইডিআর‘র তদারকিতে জানা যায় যে, যমুনা লাইফের সিইও কামরুল ইসলাম খন্দকার ২০২০ সালে ৪৫/২০২০ নং প্রজ্ঞাপণের মাধ্যমে কোম্পানীর এফডিআর সংক্রান্ত সার্কুলার জারি করে যা বীমা আইন ২০১০ এর বিধি, প্রবিধান ও আইডিআর‘র নির্দেশনার পরিপন্থী। এছাড়াও তিনি ও কোম্পানির সিএফও চট্টগ্ৰ৷ম সার্ভিস সেন্টার পরিদর্শনের সময় এফডিআর করার জন্য মাঠ কর্মীদের নির্দেশ দেন বলে আইডিআর এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তার মৌখিক নির্দশনা ও ৪৫/২০২০ নং সার্কুলারের বদৌলতে এএমডি মোঃ জসিম উদ্দিন ও এসএএমডি মো. রবিউল ইসলামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কোম্পানীর চট্টগ্ৰামস্থ সার্ভিস সেন্টারের মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, মো. মিসির রায়হান ও মোঃ আতিকুর রহমান চট্টগ্ৰাম মডেল সার্ভিস সেন্টারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে লাখে মাসিক ১০০০ টাকা ও বছরান্তে অতিরিক্ত ৯% ইনসেনটিভ প্রদানের শর্তে ১ বছর মেয়াদী এফডিআর এর লোভনীয় প্রস্তাবের ফাঁদে ফেলে। প্রতারকগণ কৌশলে ২,৩২,৯৫,০০০ টাকার পুরো তহবিলটি যমুনা লাইফের হিসাবে ট্রান্সফার করে। প্রতারকগণ প্রতিষ্ঠানের ৯৩ জন সদস্যের নামে ১২, ১৫ ও ২১ বছর মেয়াদী তিন কিস্তি বীমার প্রস্তাবপত্র পূরণ করে জাল মেডিক্যাল সনদপত্র যুক্ত করে অবলিখন বিভাগে দাখিল করে এবং ১,০৮,৩২,১৭৫ টাকা কমিশন হাতিয়ে নেয়, যার মধ্যে ৩০% এফএ কমিশন বাবদ ৬৯,৮৮,৫০০ টাকা, ইউনিট ম্যানেজারের কমিশন বাবদ ২০,৯৬,৫৫০ টাকা এবং ব্রাঞ্চ ম্যানেজারের কমিশন বাবদ ১৭,৪৭,১২৫ টাকা রয়েছে। এছাড়াও উক্ত ব্যবসার উপর সিইও, ডিএমডি, এএমডি, এসএএমডির পাফরমেন্স বোনাস তো পকেটস্থ হওয়া অস্বাভাবিক নয়। বলা যায়, এই একটি ব্যবসা দ্বারাই যমুনা লাইফের সিইওসহ উর্ধবতন কর্মকর্তাদের বার্ষিক বেতন ভাতার সবটাই উসল করা হয়।
উল্লেখ্য, মো. জসিম উদ্দিন ও মো. রবিউল ইসলাম ইতোমধ্যে যমুনা লাইফ ছেড়ে অন্য কোম্পানিতে যোগ দিয়েছে।
কয়েক মাসে আগে গ্রাহক স্বার্থ রক্ষায় আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে যমুনা লাইফ ইন্স্যুরেন্সকে ৭টি নির্দেশনা দিয়েছিল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। কিন্তু তারা তা আমলে নেয়নি। আইডিআরএ‘র নির্দেশনা বলা হয়েছিল, নবায়ন প্রিমিয়াম হার ৬০ শতাংশে উন্নীত করতে হবে। অথচ কোম্পানিটির ২০২৩ সালে ২য় বর্ষের নবায়ন প্রিমিয়াম আয়ের হার মাত্র ১৭. ৫৬ শতাংশ।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, ২০২২ সালে গোষ্ঠী ও স্বাস্থ্য বীমা বাদ দিয়ে ১ম বর্ষ প্রিমিয়াম আয় করে করে ১৭ কোটি ৪৯ লাখ টাকা। এর মধ্যে ২০২৩ সালে এসে ২য় বর্ষ নবায়ন প্রিমিয়াম আয় করে ৪ কোটি ২২ লাখ টাকা।
আবার ২০২২ সালে ১ম বর্ষ প্রিমিয়াম ও ২০২৩ সালের ২য় বর্ষ নবায়ন মিলে মোট প্রিমিয়াম আয় করে ২১ কোটি ৭১ লাখ টাকা। আর এই প্রিমিয়ামের জন্য খরচ ২২ কোটি ৮৫ লাখ টাকা। অর্থাৎ গ্রাহকের কাছ থেকে জমা নেয়া প্রিমিয়ামের সব টাকা খরচ ধরা হলেও কোম্পানির তহবিল থেকে ব্যয় হয়েছে আরো ১ কোটি ১৪ লাখ টাকা। অর্থাৎ ১০০ টাকার প্রিমিয়াম আয়ের জন্য যমুনা লাইফ ইন্স্যুরেন্স খরচ করেছে ১০৫.২৫ টাকা।
অন্যদিকে ২য় বর্ষে ৪ কোটি ২২ লাখ নবায়ন প্রিমিয়াম সংগ্রহ করায় কোম্পানিটিতে গ্রাহকের দায় দাঁড়িয়েছে ৮ কোটি ৪৪ লাখ টাকা। এ হিসাব দুমাস আগের। অর্থাৎ কোম্পানির তহবিল থেকে ১ কোটি ১৪ লাখ টাকা লোকসান করে গ্রাহকের দায় নিয়েছে ৯ কোটি ৫৮ লাখ টাকা। ফলে কোম্পানিটি গ্রাহকের এই দায় কিভাবে পরিশোধ করবে সে এক প্রশ্ন বটে!
এদিকে যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড মুখ্য নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান খন্দকারের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এ জমাকৃত শিক্ষা সনদ বিতর্কিত বলে সংবাদ মাধ্যমে বিভিন্ন সময় খবর প্রকাশিত হয়।
চট্টগ্রামে যমুনা লাইফের প্রতারণার ফাঁদে ৯৩ জন গ্ৰাহক প্রসঙ্গে কথা বলার জন্য কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান খন্দকারের সঙ্গে অর্থকাগজ এর প্রতিনিধি বেশ কয়েকবার যোগাযোগ করেন। কিন্তু তিনি ফোন ধরেননি।
যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর চেয়ারম্যান বদরুল আলম খান এ প্রসঙ্গে অর্থকাগজকে জানান, বিষয়টি আদালতে বিচারাধীন। রায়ে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান যে সিদ্ধান্ত নেবে তা আমরা মেনে নিব। ●
অকা/বীখা/বিপ্র/বিকেল, ১৩ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 12 months আগে