অর্থকাগজ প্রতিবেদন ●
ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ১৯৬ পয়েন্টে অবস্থান করছে ২৪ মার্চ। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক সাত পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৬৬ ও ১৯১১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৫০৪ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসে চেয়ে ৮৩ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে ৪২১ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ২৪ মার্চ পুঁজি বাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
২৪ মার্চ ডিএসইতে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭২টি কোম্পানির, কমেছে ১৫১টি এবং অপরিবর্তিত রয়েছে ৭৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানগুলো, ২০ ইয়ার বিজিটিবি, ওরিয়ন ইনফিউশন, বেক্সিমকো ফার্মা, শাইনপুকুর সিরামিক্স, বিএসসি, স্কয়ার ফার্মা, বিচ হ্যাচারী, সানলাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন লুব্রিকেন্টস ও কেডিএস।
২৪ মার্চ সিএসইতে ১৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় চার কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল নয় কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫৩৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৭টির, কমেছে ৯৩ এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির কোম্পানির শেয়ার দর। ●
অকা/পুঁবা/ফর/রাত/২৪ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 month আগে