চট্টগ্রামের জেলা পরিষদ ভবনে ‘ট্রেড প্রসেসিং ইউনিট’ উদ্বোধন করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। শনিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে ‘ট্রেড প্রসেসিং ইউনিট’ এর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন, মো. ফজলুর রহমান চৌধুরী, মো. আসাদুজ্জামান ভূঁঞা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আক্তার কামাল, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএফও (চলতি দায়িত্ব) কামাল হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. তরিকুল ইসলাম, শরাফাত উল্লাহ, মো. নাজিম উদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আমির হোসেনসহ ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মো. রাফাত উল্লা খান বলেন, ‘ট্রেড প্রসেসিং ইউনিট চালুর মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলের আমদানি-রফতানি বাণিজ্য এবং রেমিট্যান্স আহরণ আরো সহজ, দ্রুত ও দক্ষ সেবা প্রদান সম্ভব হবে।’ খবর বিজ্ঞপ্তির ●
অকা/ব্যাংখা/সখবি/ফর/রাত /১১ মে, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 month আগে