তারেক আবেদীন ●
রাজনৈতিক সংকট সত্ত্বেও ২০২৪ সালে দেশের বেসরকারি খাতে নন লাইফ বীমা কোম্পানির ব্যবসায়ে প্রবৃদ্ধি হয়েছে। করপূর্ব সাময়িক হিসাবে ২০২৩ সালের চেয়ে ২০২৪ সালে বৃদ্ধিপ্রাপ্ত নন লাইফ বীমার ব্যবসার পরিমাণ ৮০ কোটি টাকা। বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) প্রস্তুতকৃত সারনী অনুয়ায়ি বেসরকারি ৪৫ নন লাইফ বীমা কোম্পানির নিজস্ব ও সরকারি ব্যবসা মিলিয়ে এ চিত্র দেখা যায়।
উপাত্তে দেখা যায়, ২০২৪ সালে মোট ব্যবসা হয়েছে ৪ হাজার ৩৪০ কোটি ৩০ লাখ টাকা। এর মধ্যে কোম্পানিগুলোর নিজস্ব ব্যবসা ৩ হাজার ৮৭৬ কোটি কোটি ৭০ লাখ এবং সরকারি ব্যবসা ৪৬৩ কোটি ৬০ লাখ টাকা। পক্ষান্তরে ২০২৩ সালে মোট ব্যবসা হয়েছে ৪ হাজার ২৬০ কোটি ৩০ লাখ টাকা। এর মধ্যে কোম্পানিগুলোর নিজস্ব ব্যবসা ৩ হাজার ৭৯৫ কোটি ৬০ লাখ এবং সরকারি ব্যবসা ৪৬৪ কোটি ৭০ লাখ টাকা।
২০২৪ সালে বীমা ব্যবসায়ে শীর্ষে রয়েছে ৩৭ বর্ষী দ্বিতীয় প্রজন্মের সাধারন বীমা (নন লাইফ) প্রতিষ্ঠান রিলায়েন্স ইনস্যুরেন্স লিমিটেড। কোম্পানিটি গত বছর মোট প্রিমিয়াম ব্যবসা অর্জন করেছে ৫১২ কোটি ২০ টাকা। এ অঙ্কের মধ্যে নিজস্ব ব্যবস্যা ৫০২ কোটি ১০ লাখ এবং সরকারি ব্যবসা মাত্র ১০ কোটি ১০ লাখ টাকা। ২০২৪ সালে রিলায়েন্স ইনস্যুরেন্স লিমিটেড নিজস্ব ব্যবসা ৫৮ কোটি বেশি অর্জন করতে সক্ষম হয়েছে। অর্থাৎ ২০২৩ সালে নিজস্ব ব্যবসার মোট অঙ্ক ছিল ৪৪৪ কোটি ১০ লাখ টাকা। ব্যবসায়ে দ্বিতীয় অবস্থানে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স পিএলসি এবং তৃতীয় অবস্থানে পাইনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড। ২০২৪ সালে অর্জিত নিজস্ব ব্যবসার মধ্যে গ্রিন ডেল্টার ৪ শ’ ৭০ কোটি এবং পাইনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ৩১২ কোটি টাকা।
অপরদিকে ২০২৪ সালে ব্যবসায়ের দিক থেকে সর্বনিম্নে অবস্থান করছে বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির নিজস্ব ব্যবসা এ বছর মাত্র ১১ কোটি ৮০ লাখ, অথচ ২০২৩ সালে কোম্পানিটি প্রিমিয়াম ব্যবসা অর্জন করে ২৫ কোটি ৬০ লাখ টাকা।
ব্যবসায়ে অগ্রসরমান দেশের প্রথম বেসরকারি নন লাইফ বীমা প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড (বিজিআইসি) ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরী অর্থকাগজকে বলেন, আমাদের ব্যবসায়ে অগ্নিবীমা থেকে প্রিমিয়াম আয় বেশি হয়েছে। দেশে গত বছর রাজনৈতিকভাবে দেশ অনেকটা অস্থিতিশীল ছিল। তাই ঋণপত্র কম হয়েছে। ব্যবসায়িগণও শঙ্কার মধ্যে ছিলেন। বিজিআইসির ব্যবসা পরিকল্পনায় বড় অঙ্কের লক্ষ্যমাত্রা থাকলে মন্দ পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। তারপরও ২০২৪ সালে আমরা নিজস্ব মোট ব্যবসা প্রায় ৩ কোটি টাকা বেশি অর্জন করতে পেরেছি। আশা করি চলতি বছর ব্যবসা ভাল হবে।
২০২৪ সালে ব্যবসায়ে ঋণাতœক কেন সে প্রসঙ্গে তৃতীয় প্রজন্মের বীমা কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন সরকার অর্থকাগজকে জানান, এর প্রধান কারণ বিশ^ব্যাপী যুদ্ধ। দেশের অভ্যন্তরে ছিল রাজনৈতিক অসন্তোষ। বড় বড় ব্যবসায়িরা অনেকেই দেশেই নেই। ফলে ঋণপত্র নেই বললেই চলে। স্থিতিশীলতা বজায় না থাকলে কোন উন্নয়নই সম্ভব নয়। ●
২০২৪ সালে নন লাইফ বীমা কোম্পানিগুলোর ব্যবসায়িক চিত্র
(সাময়িক হিসাব) অঙ্ক কোটি টাকায়
ক্রঃ নং |
কোম্পানির নাম |
নিজম্ব ব্যবসা |
সরকারি ব্যবসা |
মোট |
১ |
রিলায়েন্স ইনস্যুরেন্স লিমিটেড |
৪০০.৭০ |
১০.১০ |
৪১০.৮০ |
২ |
গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স পিএলসি |
৩৭৯.৯০ |
১০.৩০ |
৩৯০.২০ |
৩ |
পাইনিয়ার ইন্স্যুরেন্স কোম্পনিী লিমিটেড |
৩১২.০০ |
১০.১০ |
৩২২.১০ |
৪ |
প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড |
২৪০.৩০ |
১০.১০ |
২৫০.৪০ |
৫ |
প্রাইম ইন্স্যুরেন্স কোম্পনিী লিমিটেড |
১৪৩.৫০ |
১০.১০ |
১৫৩.৬০ |
৬ |
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোঃ লিমিটেড |
১০২.০০ |
১০.১০ |
১১২.১০ |
৭ |
প্রভাতী ইন্স্যুরেন্স কোঃ লিমিটেড |
৯৯.৮০ |
১০.১০ |
১০৯.৯০ |
৮ |
সেনা ইন্স্যুরেন্স পিএলসি |
৮৮.৬০ |
১৩.৩০ |
১০১.৯০ |
৯ |
সিটি ইন্স্যুরেন্স পিএলসি |
৮১.৬০ |
১০.১০ |
৯১.৭০ |
১০ |
নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি |
৮০.২০ |
১০.১০ |
৯০.৩০ |
১১ |
মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড |
৭৮.৯০ |
১০.১০ |
৮৯.০০ |
১২ |
রিপাবলিক ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড |
৭৮-৭০ |
১০.১০ |
৮৮.৮০ |
১৩ |
ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড |
৭৫.৭০ |
১০.১০ |
৮৫.৮০ |
১৪ |
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ |
৭৪.০০ |
১০.১০ |
৮৪.১০ |
১৫ |
গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড |
৭৩.৬০ |
১০.১০ |
৮৩.৭০ |
১৬ |
ক্রিস্টাল ইন্স্যুরেন্স পিএলসি |
৬৮.১০ |
১৩.৩০ |
৮১.৪০ |
১৭ |
পিপলস ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড |
৬৮.৭০ |
১০.১০ |
৭৮.৮০ |
১৮ |
এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি |
৬৫.৯০ |
১০.১০ |
৭৬.০০ |
১৯ |
ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড |
৬৫.০০ |
১০.১০ |
৭৫.১০ |
২০ |
ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসি |
৬৪.০০ |
১০.১০ |
৭৪.১০ |
২১ |
তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি |
৬১.৯০ |
১১.৪০ |
৭৩.৩০ |
২২ |
এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড |
৬১.২০ |
১০.১০ |
৭১.৩০ |
২৩ |
সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড |
৬০.৪০ |
১০.৪০ |
৭০.৮০ |
২৪ |
ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসি |
৬০.৪০ |
১০.১০ |
৭০.৫০ |
২৫ |
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড |
৫৮.২০ |
১০.১০ |
৬৮.৩০ |
২৬ |
ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড |
৫৮.২০ |
৯.৩০ |
৬৭.৫০ |
২৭ |
রূপালী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড |
৫৭.৯০ |
৯.৪০ |
৬৭.৩০ |
২৮ |
কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি |
৫৬.৫০ |
১০.১০ |
৬৬.৬০ |
২৯ |
নিটল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড |
৫৩.১০ |
১০.১০ |
৬৩.২০ |
৩০ |
ইসলামী কর্মাশিয়াল ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ |
৫৩.০০ |
১০.১০ |
৬৩.১০ |
৩১ |
সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড |
৫৩.৫০ |
৯.৩০ |
৬২.৮০ |
৩২ |
জনতা ইন্স্যুরেন্স পিএলসি |
৫০.০০ |
১০.১০ |
৬০.১০ |
৩৩ |
ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড |
৪৬.৪০ |
১৩.৩০ |
৫৯.৭০ |
৩৪ |
এশিয়া প্যাসিফিক জেনাঃ ইন্স্যুঃ কোঃ লিমিটেড |
৪৬.১০ |
১০.১০ |
৫৬.২০ |
৩৫ |
প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি |
৪৪.১০ |
১০.১০ |
৫৪.২০ |
৩৬ |
সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড |
৪৩.৭০ |
১০.১০ |
৫৩.৮০ |
৩৭ |
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড |
৩৯.৩০ |
৯.৪০ |
৪৮.৭০ |
৩৮ |
মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি |
৩৬.৯০ |
১০.৪০ |
৪৭.৩০ |
৩৯ |
সিকদার ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড |
৩৪.৯০ |
১০.৭০ |
৪৫.৬০ |
৪০ |
অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড |
৩০.৩০ |
১০.১০ |
৪০.৪০ |
৪১ |
ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড |
২৮.৭০ |
১০.০০ |
৩৮.৭০ |
৪২ |
ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড |
২৭.০০ |
১০.১০ |
৩৭.১০ |
৪৩ |
দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড |
২৪.১০ |
১০.১০ |
৩৪.২০ |
৪৪ |
পুরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড |
১৫.৭০ |
১০.১০ |
২৫.৮০ |
৪৫ |
বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স লিমিটেড |
১১.৮০ |
১০.২০ |
২২.০০ |
মোট = |
৩৮৭৬.৭০ |
৪৬৩.৬০ |
৪৩৪০.৩০ |
উপাত্ত - বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন
অকা/নলাকো/বিপ্র/ই/দুপুর/২২ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 2 weeks আগে